
ছবিঃ সংগৃহীত
বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, যারা মব জাস্টিস বা জনতার রোষে মানুষ হত্যা করছে, তারা বর্তমান সরকারের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তিনি বলেন, ‘‘এ ধরনের ঘটনার পেছনে যারা ইন্ধনদাতা, তাদের চিহ্নিত করতে হবে।''
এসময় তিনি মাগুরার একটি ধর্ষণ মামলার প্রসঙ্গও তোলেন। মিল্লাত জানান, ‘‘মাগুরায় যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সেখানে দ্রুত ফোন করেছিলেন। তিনি মেয়েটির মা’য়ের সঙ্গে কথা বলে তার চিকিৎসা ও আইনি সহায়তার ব্যবস্থা করেছেন।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই ধরনের ঘটনার বিষয়ে অত্যন্ত সচেতন এবং আমাদের রাজনৈতিক অবস্থান থেকে দ্রুত সহায়তা প্রদান করেছি।’’
মারিয়া