ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

শিশু ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামার বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি

প্রকাশিত: ১৩:০৪, ১০ মার্চ ২০২৫

শিশু ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামার বিরুদ্ধে মামলা

ছবিঃ সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় আপন মামা কর্তৃক পঞ্চম শ্রেণির পড়ুয়া ভাগ্নীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক জনি হোসেন (৪০) চন্দনপুর ইউনিয়নের সাতানী গ্রামের মৃত আব্বাস মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা প্রবাসে থাকার সুবাদে সে নানাবাড়িতে থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো। আর সে সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত জনি হোসেন গত ১১ ফেব্রুয়ারি বিকেল ৫টা এবং ১৭ ফেব্রুয়ারি রাত ১০টায় তার ভাগ্নীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে গত বুধবার(৫ মার্চ) সুমা আক্তার নামে ভুক্তভোগীর এক আত্মীয় অভিযুক্ত জনি হোসেনের বিরুদ্ধে মেঘনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

জনি হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের এর বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল জলিল৷

একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার পর থেকেই অভিযুক্ত জনি হোসেন পলাতক রয়েছেন। অভিযোগ রয়েছে, বাদি সুমা আক্তার কয়েকদিন ঘটনাটি গোপন রেখে একটি মহলের সহায়তায় মীমাংসার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তা গোপন রাখা সম্ভব হয়নি। সোমবার (১০ মার্চ) বিষয়টি ভোর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক নিন্দার ঝড় ওঠে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন,এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মারিয়া

আরো পড়ুন  

×