ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

আছিয়ার ধর্ষককে জনসম্মুখে প্রতীকী ফাঁসি দেওয়া হয়

জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৮, ১০ মার্চ ২০২৫

আছিয়ার ধর্ষককে জনসম্মুখে প্রতীকী ফাঁসি দেওয়া হয়

ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী ধর্ষণ খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ধর্ষকের ফাঁসির মুক্তমঞ্চ করে জয়পুরহাটে সেই মঞ্চে জনসম্মুখে ধর্ষকের প্রতীকী ফাঁসি দেওয়া হয়। 

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় শহিদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মুবাশশির আলী শিহাব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবির, সদস্য কে এম সাজিন, সংগঠক ফাহিম ফয়সাল রাফি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। 

এসময় তারা আছিয়ার ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলার দাবি জানান, সেই সাথে সরকার যদি এই ব্যবস্থা না করতে পারে  তাহলে জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।  

 

মারিয়া

×