
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামের নিরাপদ হাউজিং এলাকায় এক অমানবিক ঘটনার জন্ম দিয়েছে। খুল্লা মিয়া নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে তার সন্তানরা সম্পত্তি লিখে না দেওয়ার কারণে চার দিন ধরে খাটের সঙ্গে হাত-পা বেঁধে আটকে রেখেছিল।
জানা যায়, আল মদিনা ভবন নামক বাড়িটির মালিক খুল্লা মিয়া। তার সন্তানরা বাড়িটি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য প্রবীণ বাবাকে বাথরুমে এবং পরে খাটে বেঁধে রাখে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা বৃদ্ধ খুলা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ দুই সন্তানকে আটক করেছে এবং তারা তদন্ত চালাচ্ছে।
তথ্যসূত্রঃ https://m.youtube.com/watch?v=I6gC-WPOUlY&feature=youtu.be
মারিয়া