ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

আমরা সন্ত্রাস-কালো টাকার রাজনীতিতে বিশ্বাস করিনা: মঈন খান

প্রকাশিত: ১১:০৬, ১০ মার্চ ২০২৫

আমরা সন্ত্রাস-কালো টাকার রাজনীতিতে বিশ্বাস করিনা: মঈন খান

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) এর কেন্দ্রীয় নেতা মঈন খান সম্প্রতি এক বক্তৃতায় দলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে বলেছেন, "আমরা আইনী রাজনীতিতে বিশ্বাস করি, সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সততার রাজনীতিতে বিশ্বাস করি, কালো টাকার রাজনীতিতে বিশ্বাস করি না।"

মঈন খান আরও বলেন, "আমরা সব সময় বলেছি, আমরা গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি এবং অত্যাচার, দুঃশাসন ও নির্যাতনের রাজনীতির বিরোধিতা করি। জনগণের মতামতের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে এবং আমরা তাদের অধিকার রক্ষায় কাজ করে যাব।"

তিনি দেশের জনগণ ও তাদের মতামতের গুরুত্ব তুলে ধরেছেন এবং রাজনৈতিক মূল্যবোধের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তথ্যসূত্রঃ https://youtu.be/CSHZ8zLYyXk?si=2ychUiwc4A2Np7sI

মারিয়া

×