
ছবিঃ সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি পরিবারে ৭৯ জন ব্যক্তি কোরআনের হাফেজ। এই পরিবারটি সারা দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের হাফেজি পড়ানোর জন্য বিভিন্ন মাদ্রাসা পরিচালনা করছে।
একজন পরিবারের সদস্য জানান, তাদের মাদ্রাসা শিক্ষা শুরু হয় তার সম্মানিত দাদা শাহজাহান আওলাদার সাহেবের হাত ধরে। তিনি এবং তার বড় ভাই ছিলেন দুইজন, তবে বড় ভাই পবিত্র হজ পালনে সৌদি আরব গিয়ে সেখানে মৃত্যুবরণ করেন। এরপর, দাদা একাই ছিলেন এবং তিনি সিদ্ধান্ত নেন যে, "দুনিয়াবি শিক্ষা যতটুকু পেয়েছি, তা আর বাড়াবো না। আমি চাকরি বা ব্যবসা করবো না, বরং আমার ছেলে-মেয়ে, নাতি-নাতনিদের সকলকে দ্বীনী শিক্ষা দেব।"
এই চিন্তাধারা থেকেই তার ছেলেমেয়েরা, তাদের পরিবার এবং পরবর্তী প্রজন্মও আল্লাহর রহমতে কোরআনের হাফেজ এবং আলেম হয়ে ওঠে। বর্তমানে পরিবারটি বিভিন্ন মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারে কাজ করছে, যা দেশের বিভিন্ন প্রান্তে প্রশংসিত হচ্ছে।
তথ্যসূত্রঃ https://m.youtube.com/watch?v=E0-zIPPqoPU
মারিয়া