
ছবিঃ সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুরে ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় সিএনজি অটোরিকশা চালক ফিরোজ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তিন সপ্তাহ আগে শিশুটি তার নানা বাড়িতে বেড়াতে গিয়ে বাগানে বড়ই কুড়াতে গেলে ফিরোজ তাকে ধর্ষণ করে এবং পুরো ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে।
ঘটনার পর, বিষয়টি ধামাচাপা দিতে গ্রাম্য মাতবররা জোরপূর্বক একটি সালিসি বৈঠক বসান। সেখানে অভিযুক্তকে দেড় লাখ টাকা জরিমানা ও জুতার বাড়ি মারার শাস্তি দেওয়া হয়। যদিও ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিল, তবে ওই টাকা কাকে দেওয়া হয়েছে তা শিশুটির পরিবার জানাতে অস্বীকার করেছে।
এছাড়া, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিশুটিকে হত্যার হুমকি দেয়। মানসিকভাবে ভেঙে পড়া শিশুটি বাড়ি ফিরে তার পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের কথা জানায়। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ফিরোজ মিয়াকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
তথ্যসূত্রঃ https://m.youtube.com/watch?v=VLj2GT2fjyo
মারিয়া