
আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ছবিঃ সংগৃহীত
মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষনের প্রতিবাদে এবার সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এই ঘটনার প্রতিবাদে সারাদেশে চলা আন্দোলন নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি স্ট্যাটাসে তিনি এসব কথা জানান।
তিনি লিখেছেন, ‘নারীরা জেগে উঠেছে। আমি আশাবাদী আর কোন আছিয়া ধর্ষিত হবে না। আমির খানের পিকে ছবির কথা তো সবার মনে আছে। যেখানেই ভুল যেখানেই ভন্ডামি যেখানেই অন্যায় সেখানেই সকলে সমস্বরে বলে উঠতো রং নাম্বার। এখন থেকে আমরা দেশ প্রেমিক প্রতিটি মানুষ একেকটি পুলিশ। এক এক জন উপদেষ্টা। আমরা বুক ফুলিয়ে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে বলে উঠবো রং নাম্বার। শুধু আইন নিজের হাতে তুলে নিব না। অপরাধীকে আইনের হাতে তুলে দেব। প্রতিজ্ঞা?’
মুমু