ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

আছিয়ারা কোথায় নিরাপদ?

প্রকাশিত: ০৩:৪৭, ১০ মার্চ ২০২৫

আছিয়ারা কোথায় নিরাপদ?

ছবিঃ সংগৃহীত

তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। জুলাই অভ্যুত্থানে এই স্লোগানে মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর গেল ৬ মাসে বহুবার উত্তাল হয়েছে ঢাবি ক্যাম্পাস। তবে এবারের স্লোগান; তুমি কে আমি কে, আছিয়া আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস। 

সম্প্রতি মাগুরার ৮ বছরের ছোট্ট আছিয়ার করুণ পরিণতির পর থেকেই সারা দেশে দানা বাধে অসন্তোষ। আছিয়ার মায়ের আর্তনাদে কেপে উঠে পুরো দেশ। প্রশ্ন উঠে, একজন নারী ঠিক কোথায় নিরাপদ! 

মান্ধাতার আমলের পুরোনো আইন, নেই আইনের প্রয়োগ, আছে ক্ষমতার অপব্যবহার। এসব কারণে আইন থেকেও খুব একটা লাভ হচ্ছে না। বেশিরভাগ ঘটনাই আসছে না প্রকাশ্যে। যেটুকুও বা আসে, শেষ পর্যন্ত দেখে না আলোর মুখ। আর এ ধরনের মামলা চালাতে বিভিন্ন ধরনের হয়রানির ঘটনা তো আছেই। 

সম্প্রতি রাজধানীতে এক নারীর পোশাক নিয়ে হয়রানির শিকার হয়ে মামলা করেন। তবে শেষ পর্যন্ত সেটি তুলে নেন তিনি। কারণ হিসেবে তিনি বলেছেন, মামলা করার পর থেকে হুমকি তো আছেই, সেই সাথে পুলিশ তার তথ্যের নিরাপত্তাটুকুও দিতে পারেনি। বর্তমানে ঢাবি ক্যাম্পাসের আন্দোলনকারী নারীর বলছেন, অনিশ্চয়তার এই বাংলাদেশে নারী নিরাপত্তার নিশ্চয়তা কে দিবে। তাই নিজেরাই পড়ার টেবিল ছেড়ে মধ্যরাতে নেমেছে রাস্তায়। তবুও তারা এর শেষ দেখতে চান। 

পরপর দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া নারী নিপীড়নের বিষয়ে সরকার কেন দায়সারা এমন প্রশ্ন তুলেছেন তারা। রবিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাদের সাথে যোগ দেয় শহিদুল্লাহ হলের শিক্ষার্থীরাও।

আসামিদের প্রকাশ্য বিচার চেয়ে মশাল মিছিল ও রাতভর প্রতিবাদ কর্মসূচি করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। থেমে নেই দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোও। একই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বাধীন দেশে কেন একজন নারী নিরাপদ না, সেই প্রশ্নের জবাব চান তারা। বাস্তবতা যেমনই হোক, বাংলার প্রতিটি ঘরে যেন আছিয়াদের নিরাপদ আশ্রয় হয়ে উঠে এমনই স্বপ্ন সকল নারীর।

 

সূত্রঃ https://youtu.be/w_H7eAVfS0s?si=bIIWm9TIdyErbcyO

রিফাত

×