
ছবিঃ সংগৃহীত
রাজনীতিবিদদের সংস্কার করতে হবে আগে বলে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীরপ্রতীক
তিনি বলেন, আজকে আমরা এখানে এসেছি, অনেক সংস্কারের কথা বলতে হবে৷ আমাদের দেশটাকে ধ্বংস করছে আমাদের রাজনীতিবিদরা৷ পরিষ্কার কথা। আগে আমাদের রাজনীতিবিদদের সংস্কার করতে হবে। এরাই সন্ত্রাসী পালে, এরাই চাঁদাবাজদের পালে, এরাই দেশটাকে ধ্বংস করে৷ যারা সংসদ সদস্য হন তাদের ডিউটি ফ্রি গাড়ি, প্লট উন্নয়ন থেকে বাদ দিতে হবে। একটা লাইনে অধ্যাদেশেই বাতিল করতে পারেন৷ আপনারা যদি উন্নয়ন করতে যান, চুরি করতে যান অনেক নির্বাচিত এলাকা আছে স্থানীয় পরিষদে যান। আমাদের একটা মানদণ্ড দাঁড় করাতে হবে, কারা আমাদের শাসক হবে৷
তিনি আরো বলেন, আমরা আজকে সেনাবাহিনীর বা সসস্ত্র বাহিনীর সংস্কার চাচ্ছি। এই রাজনীতিবিদরা পুরো সেনাবাহিনীকে ধ্বংস করে ফেলছে। গুম, খুন এটা যে কতটা অনৈতিক কর্মকাণ্ড আমরা প্রতিদিন দেখতেছি। আমাদের নিজেদের লজ্জা লাগে বলতে আমরা সেনাবাহিনীর সদস্য ছিলাম। এখন একটি পক্ষ আছে এদের রক্ষা করার জন্য উঠেপড়ে লাগছে।
৭১ সালে তরুণ অফিসাররা দেশটাকে গঠন করতে পারছে৷ তাও আবার বৈরি পরিবেশে রক্ষীবাহিনীর সাথে কাউন্টার করে৷ এখন আমাদের যারা ভালো আছেন, তাদের রেখে দেশ এগিয়ে নিতে হবে। এই আওয়ামী চেতনা নিয়ে আমরা আগাইতে পারব না। আমাদের শত্রু ভারত, তার আগে আওয়ামী লীগ। আমাদের প্রধান শত্রু আওয়ামী লীগ। বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে এটা পরিষ্কার।
রিফাত