
ছবিঃ সংগৃহীত
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি বলেন, রমজানের ভিতর আপনাদের একটি কথা মনে করিয়ে দেই। আয়নাঘরের মধ্যে আমাদের এক রোজাদার বোনকে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিলো। আর সেই ধর্ষক র্যাবের আলেপ এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে৷ তার বিচার আমরা দেখতে পারি নাই৷
তিনি আরো বলেন, যেই আলেপ এই কাজ করেছে, এমন প্রত্যেক ধর্ষকের মৃত্যদণ্ড কার্যকর করতে হবে।
ইনকিলাব মঞ্চ ৩টি দাবি জানিয়েছে।
১) ধর্ষণের বিচার বছরের পর বছর চলে, এই তালবাহানা চলবে না৷ অতি দ্রুত ধর্ষণের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২) ধর্ষণের মামলাগুলো ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করে রায় কার্যকর করতে হবে।
৩) অনেক আলেম-ওলামা কষ্ট পাবে জানি, আপনারা জানেন বাংলাদেশের মাহফিলগুলোতে প্রচুর লোক হয়৷ আমাদের মূলধারার আলেমরা কখনো এই কাজটা করে না, কিন্ত ভাইরাল নাম দিয়ে ওয়াজ ব্যবসা করে যারা ইসলামের ব্যবসা করে খায়, সেখানে আমাদের নারীদের কে নিয়ে কটু কথা বলা হয়। কোন ওয়াজ-মাহফিলে নারীদেরকে কটূক্তি করে কথা বলা যাবে না।
আরেকটা কথা কেউ বলে না, সেটা হলো নারীরা যে পণ্য এটা যদি ওয়াজ মাহফিলে ১০ বার বলা হয়, তাইলে ১ হাজার বার বলা হয় নাটক-সিনেমায়। তাই নাটক-সিনেমা-বিজ্ঞাপনে, পোস্টারে নারীকে ভোগ্যপণ্য হিসেবে প্রদর্শন করা বন্ধ করতে হবে।
রিফাত