
ছবিঃ সংগৃহীত
জি-নাইনের সম্পাদক একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, ৫ মাস টাইম ফ্রেম দিয়ে কেন এখনো উদ্বেগ থাকবে এখানে ভিন্ন ভাবে দেখার সুযোগ আছে৷ যে দেশিটা পচে গেছে, যে জাতির মধ্যে মোরালিটি তৈরি হয় নাই বা নৈতিকতার ভিত্তি দুর্বল। রাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতা থাকলে পার পাওয়া যায়, এটা আমাদের মনে মগজে গেথে গেছে। সেখান থেকে যে ৫ মাসে বেড়িয়ে আসবে সেটি মানুষ হয়তো মনে করছে না এখনো৷ মনে করছে না বলেই মনোজগতে এত সহজে পরিবর্তন হবে না।
তবে এটা কাকতালীয় নাকি জানি না, একটা ঘটনা যখন ঘটে তখন সেই ঘটনা পরপর বিভিন্ন জায়গায় ঘটতে থাকে। এটা মানুষের কাছে বড় একটা প্রশ্ন, সরকারে যারা থাকে তারা বিশেষ গোষ্ঠী দ্বারা এটা করায় কিনা৷ অথবা বাইরের কোন গোষ্ঠী সরকারকে চ্যালেঞ্জ করার জন্য এটা করে কিনা। সেখানে অতীতের সরকারগুলোর এই দুর্নাম ছিল রাষ্ট্র ব্যবস্থায় অপরাধীরা থাকে, কিন্ত এই সরকারকে সেটা বলা যাচ্ছে না।
সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠে দুইটি কারণে। এক হলো রাষ্ট্রের কাছে প্রশ্রয় পেলে আর না হয় রাষ্ট্র ব্যবস্থা দুর্বল হলে৷ রেইন ট্রি হোটেলের আলোচিত ধর্ষক পার পেয়ে গেছিল, সিলেটে ছাত্রলীগ কর্মীরা হাজবেন্ডকে বেধে ধর্ষণ করে পার পেয়ে গেছিলো৷ আলোচিত নোয়াখালীর ঘটনা, তনু হত্যাকাণ্ড সবাই পার পেয়ে গেছিলো রাষ্ট্র ব্যবস্থার সাহায্যে।
এই সরকার দুর্বল সবাই বুঝে গেছে, তারা যাদের দ্বারা আইনশৃঙ্খলা রক্ষা করবে তারা কাজ করছে না ঠিকমতো। রাজনৈতিক দলগুলোর ভিতর অভ্যুত্থানের সময় যে ঐক্য ছিলো, তারা এখন বিভেদের সুরে কথা বলছে। এই সরকার সুন্দরভাবে যে দেশ চালাবে সবার সাথে ঐক্যবদ্ধ থেকে সেটা আর আগের মত আসবে না। সবকিছু মিলিয়ে তাই এত উদ্বেগ চারদিকে।
রিফাত