ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ঈদে পদ্মা সেতুতে যান চলাচলে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত: ০০:৩০, ১০ মার্চ ২০২৫

ঈদে পদ্মা সেতুতে যান চলাচলে নতুন সিদ্ধান্ত

পদ্মা সেতু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানিয়েছেন, সেতুর বর্তমান গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৯ মার্চ) ঢাকার বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সেতু বিভাগকে নির্দেশ দেওয়া হয় যাতে ঈদুল ফিতরের সময় ঘরমুখো মানুষের যাতায়াত দ্রুত ও নিরাপদ হয়।

পদ্মা সেতুতে আগে গাড়ির গতি ৬০ কিলোমিটার ঘণ্টা ছিল, যা বিগত সরকারের সময়কালে নির্ধারিত হয়েছিল। তবে বর্তমান সরকার মনে করছে, ঈদে যানবাহন চলাচলের চাপ বেশি থাকবে এবং সেতু দিয়ে দ্রুত চলাচলের জন্য গতিসীমা বাড়ানো প্রয়োজন। সভায় অংশগ্রহণকারীরা একমত হন, যাতে যানজট না হয় এবং গাড়ি দ্রুত চলতে পারে।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য পদ্মা সেতুর গতিসীমা ৮০ কিলোমিটার করা হচ্ছে। এছাড়া, মহাসড়কে সাইনবোর্ড দেওয়া হবে যাতে চালকরা সঠিক গতি বজায় রাখেন। দুর্ঘটনা ঘটে গেলে যাতে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা থাকে, সে দিকেও নজর রাখা হবে।”

আশিক

সম্পর্কিত বিষয়:

×