
.
ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৪ মার্চ থেকে রেল যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রয় করবে রেলওয়ে। এ ছাড়া এবার ঈদযাত্রায় ১০টি ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। টিকিট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রয় শুরু করা হবে। গতবারের মতো এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ৪টি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রীসাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রয় করা হবে।
রবিবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল ফিতরের ঈদ ব্যবস্থাপনা নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক ও রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, এবার ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রয় শুরু হবে আগামী ১৪ মার্চ। প্রথমদিন ১৪ মার্চ বিক্রয় করা হবে আগামী ২৪ মার্চ যাত্রার টিকিট; ১৫ মার্চ বিক্রয় করা হবে ২৫ মার্চের যাত্রার টিকিট; ১৬ মার্চ বিক্রয় করা হবে ২৬ মার্চের যাত্রার
টিকিট; ১৭ মার্চ বিক্রয় করা হবে ২৭ মার্চের যাত্রার টিকিট; ১৮ মার্চ বিক্রয় করা হবে ২৮ মার্চের যাত্রার টিকিট; ১৯ মার্চ বিক্রয় করা হবে ২৯ মার্চের যাত্রার টিকিট; ২০ মার্চ বিক্রয় করা হবে ৩০ মার্চের যাত্রার টিকিট। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিল টিকিট বিক্রয় করা হবে।
এ ছাড়া আগামী ২৪ মার্চ থেকে ঈদের পর ফিরতি ট্রেন অগ্রিম টিকিট বিক্রয় করবে রেলওয়ে। প্রথমদিন ২৪ মার্চ বিক্রয় করা হবে ৩ এপ্রিলের যাত্রার টিকিট; ২৫ মার্চ বিক্রয় করা হবে ৪ এপ্রিলের যাত্রার টিকিট; ২৬ মার্চ বিক্রয় করা হবে ৫ এপ্রিলের যাত্রার টিকিট; ২৭ মার্চ বিক্রয় করা হবে ৬ এপ্রিলের যাত্রার টিকিট; ২৮ মার্চ বিক্রয় করা হবে ৭ এপ্রিলের যাত্রার টিকিট; ২৯ মার্চ বিক্রয় করা হবে ৮ এপ্রিলের যাত্রার টিকিট; ৩০ মার্চ বিক্রয় করা হবে ৯ এপ্রিলের যাত্রার টিকিট। ২৭ মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর থাকবে। ঢাকা হতে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ৩৫ হাজার ৯১৩টি যা শতভাগ অনলাইনে বিক্রি হবে। ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত ৪৪টি কোচ যুক্ত করা হবে।
৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন ॥ বিশেষ ট্রেনগুলো হলো- চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চলাচল করবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৩ ও ৪ চলাচল করবে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে; শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ চলাচল করবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে; শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ চলাচল করবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে; পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ চলাচল করবে জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে। ঈদের পরে পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ছাড়বে ০৮:১৫ ঘটিকায়, পার্বতীপুর পৌঁছাবে ১৪:৫০ ঘটিকায়। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছাড়বে ২২:২০ ঘটিকায় জয়দেবপুর পৌঁছাবে ০৫:৪৫ ঘটিকায়।
টিকিটধারী যাত্রীদের স্বচ্ছন্দ ভ্রমণের লক্ষ্যে ঈদের পূর্বে ২৪ মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একইভাবে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন হতে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। ঈদযাত্রা শুরুর দিন ২৬ মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকা অভিমুখী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।