ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

যেখানে মব হবে সেখান থেকেই গ্রেপ্তার করা হবে: মাহফুজ আলম

প্রকাশিত: ০০:০১, ১০ মার্চ ২০২৫

যেখানে মব হবে সেখান থেকেই গ্রেপ্তার করা হবে: মাহফুজ আলম

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, এখন থেকে মব জাস্টিস কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট স্থান থেকেই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, "যে অপরাধ করবে, তাকে আমরা সেখানেই গ্রেপ্তার করব। একদিনও অপেক্ষা করা হবে না।"

রোববার (৯ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, নারী নির্যাতন ও হয়রানির নানা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাহফুজ আলম বলেন, "আইন অন্ধ। অপরাধী যে-ই হোক না কেন, তার জাত, বর্ণ বা লিঙ্গ দেখা হবে না। ধর্মীয় পরিচয়ও বিবেচনা করা হবে না। মব জাস্টিস কিংবা অন্য যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও বলেন, "থানা ঘেরাও কিংবা অন্য যেকোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হলে আমরা কঠোর অবস্থান নেব এবং সেখান থেকেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।"

তিনি উল্লেখ করেন, "আগে যেখানে যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে, সেসব ক্ষেত্রেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গোয়েন্দা সংস্থা সক্রিয় রয়েছে এবং আরও প্রো-অ্যাকটিভভাবে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।"

শাহবাগের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, "গত ৭-৮ মাসে যারা বিভিন্ন স্থানে মব জাস্টিস ঘটিয়েছে, তারা নজরদারির মধ্যে রয়েছে।"

নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত কর্মসূচি নেওয়ার কথাও জানান উপদেষ্টা। এছাড়া, আইন-শৃঙ্খলা, মব জাস্টিস ও সম্ভাব্য মিলিটেন্সি ইস্যুতে গণমাধ্যম কীভাবে গুরুত্ব দেবে, তা মনিটরিং করার পরিকল্পনার কথাও তিনি জানান।

তিনি বলেন, "গণমাধ্যমগুলোর সঙ্গে আলোচনা করে তথ্য প্রচারের ক্ষেত্রে একটি সুশৃঙ্খল কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হবে, যাতে জনগণ সঠিক তথ্য পায়।"

এছাড়া, সরকারের বিরুদ্ধে চলমান "কমিউনিকেশন ওয়ার ফেয়ার" প্রতিহত করতে পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মাহফুজ আলম।

তিনি বলেন, "গত ৬-৭ মাস ধরে দেশের অভ্যন্তরে এবং ভারতের বিভিন্ন সূত্র থেকে আমাদের সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এখন থেকে আমরা সমন্বিতভাবে এর পাল্টা ব্যবস্থা নেব।"

ভিডিও দেখুন: https://youtu.be/mGVwKgbhfMI?si=O2yFyoE7LDa7IT83

এম.কে.

×