
দেশজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন বয়সী নারীরা শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হচ্ছেন। এমনকি নিষ্পাপ শিশুরাও এর থেকে রেহাই পাচ্ছে না। ফলে নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সমাজের সব শ্রেণির মানুষের মাঝে। শুধু সাধারণ মানুষই নন, বিনোদন জগতের তারকারাও এ বিষয়ে সরব হয়েছেন। এ পরিস্থিতিতে নারীদের আত্মরক্ষার কৌশল শেখার ওপর জোর দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। তার মতে, ধর্ষণ ও হেনস্তা থেকে বাঁচতে নারীদের কারাতে শেখা অত্যন্ত জরুরি।
সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রুবেল বলেন, “আমি সবসময় বলে এসেছি, মেয়েদের জন্য কারাতে শেখা অত্যন্ত প্রয়োজনীয়। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপা যখন গণধর্ষণের শিকার হয়েছিল, তখনই বলেছিলাম আমাদের প্রত্যেক নারীর আত্মরক্ষার কৌশল শেখা উচিত।”
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারাতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে এই নায়ক বলেন, “স্কুল-কলেজে কারাতে শেখানোর ব্যবস্থা থাকা উচিত। আমার মতে, ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় দক্ষ হওয়া বেশি প্রয়োজন। আত্মরক্ষা করতে পারলে একজন নারী শুধু নিজেকেই রক্ষা করবে না, বরং তার পরিবারকেও সুরক্ষা দিতে পারবে।”
কেন আত্মরক্ষার কৌশল শেখা জরুরি, সে প্রসঙ্গে রুবেল বলেন, “নারীরা যখন বাইরে যান, তখন আত্মরক্ষার প্রবণতা কম কাজ করে। কিন্তু কারাতে শেখার মাধ্যমে তারা নিজেদের রক্ষার পাশাপাশি আত্মবিশ্বাসও অর্জন করতে পারবেন।”
আত্মরক্ষার বিভিন্ন কৌশলের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি মনে করি, নারীদের জন্য মার্শাল আর্ট শেখা অপরিহার্য। প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তরুণীদের কারাতে শেখানো উচিত। যদি আমরা নারীদের এই শিক্ষায় শিক্ষিত করতে পারি, তবে ধর্ষণের ঘটনা অন্তত ৭০ শতাংশ কমানো সম্ভব হবে।”
নারীদের সুরক্ষা নিশ্চিত করতে কেবল আইনগত ব্যবস্থাই যথেষ্ট নয়, বরং আত্মরক্ষার কৌশল রপ্ত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ এমনটাই মনে করেন চিত্রনায়ক রুবেল।
আফরোজা