
ছবিঃ সংগ্রহীত
আজ ( ৯ মার্চ ) ইন্ডিপেন্ডেন্ট টেলিভশন এর এক সাক্ষাৎকারে বিশ্ব নারী দিবসে নারীদের স্বাধীনতার ব্যাপারে বলতে যেয়ে ড. সামিনা লুৎফা বলেন যে, "নারীর স্বাধীনতা অন্য সব নাগরিকের স্বাধীনতার মতোই।"
ড. সামিনা লুৎফা বলেন, "একজন পুরুষ এবং একজন নারী তো আর আলাদা আলাদা স্বাধীনতা ভোগ করবে না। যেকোন মানুষ-সে নারী, পুরুষ, ভিন্ন শ্রেণী, ভিন্ন জাতিসত্তা কিংবা ভিন্ন ধর্ম, ভিন্ন লিঙ্গ বা বায়নারি, যাইহোক না কেন, যে কারো ই স্বাধীনতা থাকবে একজন নাগরিকের স্বাধীনতার মত। তার মানে তার কথা বলার অধিকার, কাজ করার অধিকার, নিরাপদে চলাচলের অধিকার, এছাড়াও অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা, এগুলোর যে অধিকার একজন সাধারণ মানুষের আছে, তার সবটাই একজন নারীর অধিকারও আছে।"
তিনি আরও বলেন, "আমাদের যে পৃতিত্রান্তিক ব্যবস্থা, এই ব্যবস্থায় নারীদের কে বিভিন্নভাবে ট্রিট করে এবং এগুলোর উৎসস্থল হতে পারে ধর্মীয় মূল্যবোধ কিংবা সামাজিক মূল্যবোধ। কিছু কিছু বিষয় আছে যেখানে সিভিল ল আছে, সেখানে তারা এটা ব্যবহার না করে সেটাতে তারা সামাজিক মূল্যবোধ ব্যবহার করে সমাজ পরিচালিত করছে। এতে করে নারীর যে অধিকারের জায়গা, সেটাতে তারা সংকোচিত করে ফেলছে।"
ড. সামিনা বলেন, "এতে করে নারীর শিক্ষার অধিকার সংকোচিত হচ্ছে, কর্ম ক্ষেত্রে প্রবেশের অধিকার সংকোচিত হচ্ছে। একই কাজে শ্রমজীবী নারীদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মজুরি কাঠামো করা হচ্ছে।"
ইমরান