ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায়

২৪ ঘণ্টার মধ্যে ছবি সরাতে এবং ৬ মাসের মধ্যে বিচার শেষ করতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ২২:০৩, ৯ মার্চ ২০২৫; আপডেট: ২২:০৩, ৯ মার্চ ২০২৫

২৪ ঘণ্টার মধ্যে ছবি সরাতে এবং ৬ মাসের মধ্যে বিচার শেষ করতে হাইকোর্টের নির্দেশ

ছ‌বি: সংগৃহীত

মাগুরায় শিশু ধর্ষণের মামলাটির বিচার আগামী ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এছাড়া আদালত বিটিআরসিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিশুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশনাও দিয়েছেন।

আজ রবিবার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া শিশুটির সার্বিক সহযোগিতার জন্য কর্মকর্তা নিয়োগ দিতে সমাজসেবা অধিদপ্তরকেও নির্দেশ দিয়েছে আদালত।

দেশব্যাপী ধর্ষণের বিচার দাবিতে উত্তাল সারাদেশ। এর মধ্যে আজ রবিবার উচ্চ আদালতে উঠলো মাগুরায় শিশু ধর্ষণের মামলাটি।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই মামলায় বেশ কিছু আদেশ দেন বিভিন্ন দপ্তরকে। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে এই মামলার বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া শিশুটির বড় বোনসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন হাইকোর্ট।

একজন আইনজীবী জানান, 'শিশু নির্যাতন দমন আইনের ১৪ নং ধারা অনুযায়ী রেইপ ভিক্টিমের নাম, পরিচয় প্রকাশ করা যাবে না। সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ওগুলোকে সরিয়ে ফেলা হয়।'

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির পরিবারকে বিনা খরচে সকল আইনি সহায়তা দিতে মাগুরায় আইনজীবীদের টিম গঠন করেছে বিএনপি।

 

সূত্র: https://tinyurl.com/5n7n8rtv

রাকিব

×