ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

নাবিল গ্রুপের ৭৩টি ও সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

প্রকাশিত: ২১:৪৩, ৯ মার্চ ২০২৫

নাবিল গ্রুপের ৭৩টি ও সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ছবি : সংগৃহীত

আলোচিত দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান সামিট ও নাবিল গ্রুপের প্রায় ১৫০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। এসব তথ্য জানিয়ে দুদক মহাপরিচালক বলেন, দেশে থাকা সম্পদ জব্দের পাশাপাশি বিদেশের সম্পদ জব্দের বিষয়ে কাজ করছে অনুসন্ধানী কর্মকর্তা।

এদিন সাড়ে ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানের বিরুদ্ধে মামলাটি করেছে সংস্থাটি।

গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতনের আগে রাজপথ যখন ছিল উত্তাল, তখন শেখ হাসিনার সাথে বৈঠক করেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তাদের প্রত্যয় ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা।

পট পরিবর্তনের পর হাসিনার সুবিধাভোগী ব্যবসায়ীদের অবৈধ সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করে দুদক। গঠন করা হয় ১১ টি টাস্কফোর্স। টাস্কফোর্সের সদস্যরা সুবিধাভোগী ব্যবসায়ীদের দ্বারা পাচার হওয়ার টাকা ফিরিয়ে আনার পাশাপাশি, কাজ করছেন তাদের ব্যবসা-প্রতিষ্ঠান ও সহযোগীদের দেশে থাকা সম্পদ স্থানান্তর বা হস্তান্তর রোধে।

এরই ধারাবাহিকতায় এসআলমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নাবিল গ্রুপের ৭৩ টি ব্যাংক হিসেবে থাকা প্রায় শত কোটি টাকা জব্দ করেছে দুদক। জব্দেরও আদেশ পেয়েছে রাজশাহীতে ৩৯ টি জমির দলিলের।

একইভাবে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ থাকা সামিট গ্রুপের ১৯১ টি ব্যাংক হিসেবে প্রায় ৪২ কোটি টাকা জব্দ করেছে দুদক।

দুদকের মহাপরিচালক জানান, দেশের সম্পদ জব্দের পাশাপাশি বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে তারা। নাবিল গ্রুপের ৭৩ টি ব্যাংক হিসেবে ৯৮ কোটি টাকা ও সামিক গ্রুপের ১৯১ টি ব্যাংক হিসেবে ৪১ টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। দেশগুলোতে যেগুলি অবরুদ্ধ আছে, সেগুলি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধকৃত অবস্থায় থাকবে। কোন জব্দকৃত সম্পদের মধ্যে যদি কোন সম্পদ দেশের বাইরে থেকে থাকে, তাহলে সেই সংক্রান্তে আমাদের অনুসন্ধান টিমের পক্ষ থেকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো হবে।

এদিকে ৬ কোটি ৫০ লাখ টাকা জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও পাঁচটি ব্যাংক হিসেবে ১২ কোটি ৬৯ লাখ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মো. মহিউদ্দিন

×