ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে আইনি সংশোধনের পথে হাঁটছে সরকার

প্রকাশিত: ২১:২৬, ৯ মার্চ ২০২৫

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে আইনি সংশোধনের পথে হাঁটছে সরকার

ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় বড় ধরনের সংশোধন আনা হচ্ছে।

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নারী ও শিশু নির্যাতন আইনে কিছু পরিবর্তন আনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে। এই সংশোধনের আওতায় ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে এবং বিচার কাজ ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে।”

আইন উপদেষ্টা আরও জানান, বর্তমানে তদন্ত কর্মকর্তারা একাধিকবার পরিবর্তনের সুযোগ পান, যা বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে। নতুন সংশোধনীতে একজন তদন্ত কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত সম্পন্ন করতে হবে, তাকে পরিবর্তন করা যাবে না।

তিনি বলেন, “আগে ধর্ষণ মামলার তদন্তের জন্য ৩০ দিন নির্ধারিত ছিল, সেটিকে কমিয়ে ১৫ দিন করা হচ্ছে। একইভাবে ১৮০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বিধান থাকলেও সেটি কমিয়ে ৯০ দিন করার প্রস্তাব করা হয়েছে।”

সরকার নারীর প্রতি সহিংসতা দমনে আরও কিছু আইনগত পরিবর্তনের বিষয়ে ভাবছে বলেও জানান উপদেষ্টা। রাস্তাঘাটে যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে দ্রুত পুলিশের জন্য একটি আলাদা হটলাইন চালু করা হবে।

সরকারের এই উদ্যোগ নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনার ক্ষেত্রে কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে। তবে দ্রুত বিচার নিশ্চিত করতে এমন পদক্ষেপ ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভিডিও দেখুন: https://youtu.be/XvWZq8KBgrc?si=bjBCMOoB_A-qqRzx

এম.কে.

×