ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

প্লেন বানানোর পরেও দেশ মূল্যায়ন করে না: চরমোনাই শায়েখ

প্রকাশিত: ২০:৫৩, ৯ মার্চ ২০২৫; আপডেট: ০৩:০৪, ১০ মার্চ ২০২৫

প্লেন বানানোর পরেও দেশ মূল্যায়ন করে না: চরমোনাই শায়েখ

ছ‌বি: সংগৃহীত

প্লেন বানানোর পরেও দেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই শায়েখ মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।

গত শুক্রবার (৭ মার্চ) এক আলোচনায় সভায় চরমোনাই শায়েখ আরও বলেন, ‘গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ। আমি এর চেয়ে ভালো কোন দেশ দেখি নাই। বিদেশ বহুত জায়গায় ঘোরাফেরা করেছি, যেখানে একটা গাছ লাগাবার জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয়। আর বাংলাদেশের পাখি পায়খানা করলে সেখানে গাছ জন্ম নেয়।’

বাংলাদেশের মতো এতো শিক্ষিত সমাজ গোটা দুনিয়ায় নাই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজকে দেখবেন একটা ছেলে যদি কোনো প্ল্যান বানায় তাকে আমরা জেলের মধ্যে ঢুকায়ে রাখি। তার ব্রেইনের গুরুত্ব দেই না।’

অক্সফোর্ড, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বাংলাদেশের ছাত্ররা সবচেয়ে ভালো রেজাল্ট করে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ‘অথচ এই মেধাকে আমরা মূল্যায়ন করি না, এদেরকে গুরুত্ব দেই না, এদের নিয়ে ভাবি না। সবাই ক্ষমতাকেন্দ্রিক চিন্তা করি, কেউ দেশকেন্দ্রিক চিন্তা করি না।’

বক্তব্যের শেষে তিনি আদর্শভ্রষ্ট হয়ে যারা চুরি-ডাকাতি করছে, দেশে লুটপাট চালাচ্ছে, তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৪ মার্চ নিজের তৈরি আরসি বিমানে আকাশে উড়িয়ে করে দেশব্যাপী সাড়া ফেলে দিয়েছিলেন মানিকগঞ্জের ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা।

সূত্র: https://tinyurl.com/bde8j57z

রাকিব

×