
ছবি: সংগৃহীত
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু ও তার পরিবারকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে পাঁচ সদস্যের আইনজীবী প্যানেল নিয়োগ করা হয়েছে।
রবিবার (৯ মার্চ) বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, “সারা বাংলাদেশ আজ শোকে কাতর মাগুরার ছোট্ট শিশুটির ঘটনায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিকটিমের মা’র সঙ্গে কথা বলেছেন এবং তাকে আশ্বস্ত করেছেন যে, এই শিশুটির চিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ তিনি বিএনপির পক্ষ থেকে গ্রহণ করবেন।”
তিনি আরও জানান, "এই শিশু ও তার পরিবারের আইনি সহায়তা এবং মামলা পরিচালনার জন্য বিএনপির পক্ষ থেকে মাগুরায় পাঁচ সদস্যের একটি আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। প্যানেলের নেতৃত্বে আছেন অ্যাডভোকেট শাহেদ হাসান টাগর, অ্যাডভোকেট মোঃ রুকুনুজ্জামান খান, অ্যাডভোকেট কুমদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট এমএ মজিদ, এবং অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। তারা আসামিদের বিচারের জন্য কাজ করবেন এবং ভিকটিমের মা যে মামলা দায়ের করেছেন, সেই মামলা পরিচালনা করবেন।”
কায়সার কামাল আরও বলেন, “আইনজীবীদের যে খরচ থাকে, সেটি তারেক রহমান ব্যক্তিগতভাবে বহন করবেন।” তিনি বলেন, “এটি একটি রাষ্ট্রের ব্যর্থতা, যেখানে নাগরিকরা নিরাপদ বোধ করেন না। মায়ের পরিণতি যদি এমন হয়, তাহলে রাষ্ট্র কোথায় দাঁড়িয়ে থাকে? আজকের দিনটি, ৮ মার্চ বিশ্ব নারী দিবস, অথচ আমরা এই দেশে নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছি।"
তিনি আরও বলেন, “এই পরিস্থিতি দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য এক বড় সংকট, এবং আমাদের প্রয়োজন একটি নির্বাচিত সংসদ ও প্রতিনিধিদের যারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে।”
ভিডিও দেখুন: https://youtu.be/pu_D-UdVuKg?si=uHYiXxl68NkEXGHx
এম.কে.