ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

অবাধ চলাচলের দাবিতে নারায়ণগঞ্জে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২১, ৯ মার্চ ২০২৫

অবাধ চলাচলের দাবিতে নারায়ণগঞ্জে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

ছ‌বি: সংগৃহীত

নারায়ণগঞ্জ নগরীতে অবাধ চলাচলের দাবিতে বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। এছাড়া তারা নগর ভবনের সামনে গিয়েও বিক্ষোভ পালন করেন। আজ রবিবার (৯ মার্চ) দুপুর ১টায় শহরের ২নং রেল গেট ও নগর ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

অটো চালকদের বিক্ষোভের বিষয়টি রবিবার বিকেলে সাড়ে ৫টায় নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন। তিনি জানান, অটো চালকদের বুঝিয়ে পরে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

বিক্ষোভকারী অটোচালকরা জানান, ‘সারা নারায়ণগঞ্জে বড় অটোরিকশা চলতে পারলে নিতাইগঞ্জ থেকে ২নং রেল গেই পর্যন্ত আমাদের কেন চলতে দেওয়া হবে না? সামেনে ঈদ অটো চলতে না দিলে ঈদে আমাদের সংসার চালাবো কীভাবে? আমরা চাই, আমাদের চলার একটা ব্যবস্থা করা হোক। মিশুক-অটো যদি চলতে না দেওয়া হয় তাহলে আমরা কী করে খাবো?’

তারা আরও বলেন, ‘২নং থেকে নিতাইগঞ্জ পর্যন্ত আমরা একলাইনে অটো চালালেও আমাদের বাধা দেওয়া হয়, সিট খুলে নিয়ে যাওয়া হয়। এই কারণে আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’

অটো চালকদের অবরোধের কারণে এসময় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অটোচালকরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শহর এলাকায় অটো চলাচল করতে দেয়ার দাবি জানান।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘অটোরিকশা চালকরা শহর এলাকায় চলাচল করার দাবিতে বিক্ষোভ করেছে। পরে তাদেরকে বুঝিয়ে শান্ত করা হয়েছে।’

রাকিব

×