
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করছে। পার্টির প্রধান নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের সম্মানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন তিনি।
অনুষ্ঠানের স্থান ও সময়
- স্থান: সোহরাওয়ার্দী উদ্যান
- সময়: বিকাল ৪:০০ ঘটিকা
উপস্থিতির নিয়মাবলী
জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, প্রতি শহীদ পরিবার থেকে সর্বোচ্চ দুজন এবং একজন আহত যোদ্ধা তার সাথে পরিবারের আরেকজন সদস্যসহ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
বিশেষ নির্দেশনা
শৃঙ্খলা বজায় রাখতে আয়োজক কর্তৃপক্ষ অংশগ্রহণকারীদের MIS কার্ডের কপি সঙ্গে আনার জন্য অনুরোধ করেছে। MIS কার্ড যাচাইয়ের পরেই প্রবেশের অনুমতি দেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
মো. মহিউদ্দিন