
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক মোজাম্মেল হক মানিককে হাজতে প্রেরণ করেছেন আদালত। আজ রবিবার (৯ মার্চ) সকালে অভিযুক্ত শিক্ষককে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে আদালতে তোলার সময় ধর্ষণের অভিযুক্ত মানিককে দেখেই উৎসুক জনতা গণধোলাই দেয়। পরে অতিরিক্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, গত শনিবার (৮ মার্চ) সকালে বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাসের জন্য যায় ওই ছাত্রী। সে বাদে বাকি সব শিক্ষার্থীকে চলে যেতে বলেন শিক্ষক মানিক। সবাই চলে গেলে রুমে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ঘটনার দিন রাতেই সদরের ভুল্লী থানায় শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
সূত্র: https://tinyurl.com/42v9fwaa
রাকিব