ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ধর্ষকের শাস্তির দাবিতে জাবিতে দিনভর কর্মসূচি, ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ গঠন

জাবি সংবাদদাতা

প্রকাশিত: ১৭:০৯, ৯ মার্চ ২০২৫; আপডেট: ১৭:১১, ৯ মার্চ ২০২৫

ধর্ষকের শাস্তির দাবিতে জাবিতে দিনভর কর্মসূচি, ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ গঠন

ছ‌বি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। রবিবার (০৯ মার্চ) দিনভর এসব কর্মসূচি পালিত হয়।

এছাড়া সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নসহ সার্বিক বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নেতৃত্বে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ গঠন করা হয়েছে।

এর আগে শনিবার (০৮ মার্চ) মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাবি শিক্ষার্থীরা। দিবাগত রাত পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিল নিয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ছাত্রীদের হলের সামনের সড়ক দিয়ে তারা প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে যান। সেখানে রাত আড়াইটার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় আধাঘন্টা বিক্ষোভ শেষে রাত ৩টার দিকে অবরোধ স্থগিত করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া ইংরেজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতী আগামী ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করে বলেন, ‘গত কয়েকদিনে ধরে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটলেও সরকারের নীরব ভূমিকা আমাদের সঙ্কিত করছে৷ যথাযথ বিচার না হওয়ার কারণে আজ আবার গাজীপুরে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি দিব এবং ঢাকা-আরিচা মহাসড়ক পুনরায় অবরোধ করব।’

এদিকে রবিবার (০৯ মার্চ) একই দাবিতে সকাল সাড়ে ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ও চারুকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিশেষত ধর্ষণের মতো ঘটনা বেড়ে যাওয়ায় সরকার ও প্রশাসনের সমালোচনা করেন বক্তারা। এছাড়া ধর্ষণের দ্রুত বিচারের দাবিও জানান তারা।

অপরদিকে সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নসহ সার্বিক বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ নামে প্ল্যাটফর্ম ও কমিটি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটির ঘোষণা দেয়া হয়।

ধর্ষণবিরোধী মঞ্চের কমিটিতে মুখপাত্র হিসেবে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী সৈয়দা মেহের আফরোজ শাঁওলি এবং সহ-মুখপাত্র হিসেবে রয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৮ ব্যাচের ফাহমিদা ফাইজা ও জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০ ব্যাচের মালিহা নামলাহ।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা, ঐন্দ্রিলা মজুমদার অর্না, ফারহানা বিনতে জিগার ফারিনা, নাদিয়া রহমান অন্বেষা, জাইবা জাফরিন, মিফতাহুল জান্নাত তাহিয়া, তানজিলা তাসনিম সেতু, জান্নাতুল মাওয়া শ্যামন্তী, প্রিয়াঙ্কা কর্মকার, নাবিলা বিনতে হারুন, আফিয়া ইবনাত সামিহা এবং মেহজাবীন পালোয়ান।

কমিটি ঘোষণা শেষে নবগঠিত ‘ধর্ষণবিরোধী মঞ্চ’র মূখপাত্র সৈয়দা মেহের আফরোজ শাঁওলি বলেন, ‘নতুন বাংলাদেশে এমন একটি দাবিতে আজ আমাদের দাঁড়াতে হচ্ছে, যা আসলে লজ্জাজনক। তবুও এ লজ্জা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আপনারা জানেন, দেশে একের পর এক ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না।’

নারীর নিরাপত্তার জন্য তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে উল্লেখ করে শাঁওলি আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময়ে যেসব কথা বলে যাচ্ছেন, তা নারীর নিরাপত্তার পক্ষে না। বিগত সময়ে রাষ্ট্রের পেটোয়া বাহিনী পুলিশ যেভাবে মানুষকে পিটিয়েছে, তারা কেন আজ নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না? একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। এটা শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়, এটা মূল্যবোধের অবনতি, মানসিক অবনতি। এই অবনতিকে ঠেকাতেই আজ আমরা এখানে দাঁড়িয়েছি।’

বক্তব্য শেষে নবগঠিত মঞ্চের মুখপাত্র শাঁওলি পরবর্তী কর্মসূচি হিসেবে আজ রবিবার রাত ১০টায় মশাল মিছিলের ঘোষণা দেন।

রাকিব

×