ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

১০ বছরে গণপিটুনিতে নিহত ৭৯২

প্রকাশিত: ০৯:৪৫, ৯ মার্চ ২০২৫

১০ বছরে গণপিটুনিতে নিহত ৭৯২

দেশে ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০ বছরে ১০০৯টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭৯২ জন নিহত এবং ৭৬৫ জন আহত হয়েছেন।

বুধবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও নিজস্ব সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

এইচআরএসএস জানায়, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ২০২৪ সালের আগষ্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গত ৭ মাসে গণপিটুনিতে অন্তত ১১৪টি ঘটনায় নিহত ১১৯ জন এবং ৭৪ জন আহত হয়েছেন। গত ১০ বছরের মধ্যে ২০২৪ সালের পরিসংখ্যান ছিল সবচেয়ে ভীতিকর। গত বছরে গণপিটুনিতে অন্তত ২০১টি ঘটনায় নিহত ১৭৯ জন এবং ৮৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ২০২৫ সালের ১ম ২ মাসে গণপিটুনিতে অন্তত ৩০টি ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন এবং আহত হয়েছেন ২০ জন।

সংস্থাটির তথ্যানুযায়ী ২০১৫ সালে ৮৯ ঘটনায় ১২৮ জন আহত এবং ৯৫ জন নিহত হয়েছেন। ২০১৬ সালে ১১১ ঘটনায় ১০৪ জন আহত ৪১ জন নিহত হয়েছেন। ২০১৭ সালে ৮৫ ঘটনায় ৬৫ জন আহত এবং ৮৫ জন নিহত হয়েছেন। ২০১৮ সালে ৭৪ ঘটনায় ৪৪ জন আহত এবং ৬৪ জন নিহত হয়েছেন। এছাড়াও ২০১৯ সালে ১০৩ জন নিহত, ২০২০ সালে ৩০ জন নিহত ২০২১ সালে ৮৫ জন নিহত ২০২২ সালে ৮৩ জন নিহত ২০২৩ সালে ৯১ নিহত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে বগুড়া, মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, খুলনা, মিরসরাই, যাত্রাবাড়ী, টঙ্গী, রাজশাহী ও বরিশালে এমন গণপিটুনিতে হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় হত্যা মামলা বা এফআইআর হলেও সুষ্ঠু তদন্ত বা অপরাধীদেরকে শাস্তি নিশ্চিতের ঘটনা খুবই কম। এসব ঘটনায় দোষীরা আইনের আওতায় না আসায় দীর্ঘদিন ধরে এক ধরণে বিচারহীনতার সংস্কৃতিতে পরিণত হয়েছে, ফলে দোষীরা অধরাই রয়ে যাচ্ছে বলে সংস্থাটির প্রতিবেদনে তা উল্লেখ করা হয়।

সজিব

×