
ঢাকার ধামরাইয়ে বেইলি ব্রিজ ভেঙে ঝুলছে কয়লা ভর্তি ট্রাক। এ দুর্ঘটনায় ট্রাকে থাকা কারো কোন ক্ষতি না হলেও বন্ধ রয়েছে যান চলাচল। তবে বেইলি ব্রিজটির পশ্চিম পাশে বাশ দিয়ে ঝুকি নিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে পথচারীদের।
গতকাল শনিবার (০৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম এলাকায় বংশী নদীর উপর নির্মিত সেতু ধ্বসে যাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর আড়াইটার দিকে প্রায় ২৭টন কয়লা বোঝাই ট্রাক নদী পারাপারের সময় স্টিলের ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় কালামপুর-ভালুম-বান্নাখোলা হয়ে আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধসহ দূর্ভোগে রয়েছে হাজারো পথচারী। বর্তমানে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, বর্তমানে ভালুম এলাকায় বংশী নদীর উপর নির্মিত ব্রিজটি অনেকটাই দুর্বল। তাই কয়লা ভর্তি ট্রাক সেতুতে উঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে। ট্রাকটি বর্তমানে ঝুলে রয়েছে। যদি মালামালসহ ট্রাকটি উদ্ধার করা না হয়, তাহলে যেকোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মিনারুল ইসলাম বলেন, ব্রিজটি এলজিইডির না। এটি সড়ক ও জনপদ বিভাগের।
সড়ক ও জনপদ বিভাগ (সওজ) নয়ারহাট শাখার সহকারী প্রকৌশলী আসরাফুজ্জামান বলেন, ব্রিজটি ভেঙে মালবাহী ট্রাক ঝুলে রয়েছে। এধরনের কোনো খবর আমরা পাইনি। তবে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে ।
মুমু