
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে পিরোজপুরের বাস ইস্যু নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, পিরোজপুরের ব্যাপার নিয়ে আমি কয়েকদিন আগেও ক্লিয়ার করে বলেছিলাম। কিন্ত সেই বিষয়টি ভাইরাল হয়নি, ভাইরাল হয়েছে নুরু ভাইকে নিয়ে কি বলেছি সেটা।
পিরোজপুর থেকে বাস আসা নিয়ে ডিসি ব্যাখ্যা দিয়েছে। বাংলাদেশের প্রায় ৬০০ থানা থেকে বাস এসেছে। সেখান থেকে পিরোজপুরের সদর থানার ৫টি বাস এসেছে। তবে ডিসি বলেছেন, আহতরা ঢাকায় আসার জন্য চাপ দিয়েছে তাকে তাই তিনি ব্যবস্থা করে দিয়েছেন শুধু৷ ডিসি বাসের কোন তেল খরচ বা ভাড়া কিছুই বহন করেননি। সব খরচ যারা এসেছে তারা বহন করেছে৷
তারপরেও সরকারি চিঠিতে বাস অনুমোদন এটা খুবই দুঃখজনক, আমাদের জন্য লজ্জার, আমরা বিব্রতকর অবস্থায় পরেছি। যার চাপে ডিসি এটা করতে বাধ্য হয়েছিলেন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
রিফাত