ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

চলমান দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে: আমীর হামজা

প্রকাশিত: ০২:০২, ৯ মার্চ ২০২৫; আপডেট: ০২:১১, ৯ মার্চ ২০২৫

চলমান দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে: আমীর হামজা

ছবি: সংগৃহীত

বিশিষ্ট মুফতি আমীর হামজা তার গুরু আল্লামা দেলওয়ার হোসেন সাইদীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করেছেন। মুফতি হামজা বলেন, "আমি একবার সাইদী হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলাম। সেই সময় তিনি আমাকে বলেন, 'আমি জানি না, এখান থেকে বের হতে পারব কিনা, তবে তুমি যদি কখনো সুযোগ পাও, চট্টগ্রাম ও খুলনায় গিয়ে মানুষের কাছে কুরআনের কথা বলবে। তারা যেন কখনো কুরআনের কথা বলতে পিছপা না হয়।'"

মুফতি হামজা আরও বলেন, "হুজুর বলেছিলেন, 'আমি কখনো কুরআনের কথা বলতে পিছপা হইনি।' সাইদী হুজুরের এই বক্তব্য আমার মন গভীরভাবে প্রভাবিত করেছে।"

এছাড়া, তিনি বর্তমানে দেশে চলমান দেশি-বিদেশী ষড়যন্ত্রের কথা তুলে ধরে বলেন, "এ মুহূর্তে দেশে যে ষড়যন্ত্র চলছে, তা রুখে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া কোনো পথ নেই।" 

সূত্র : https://www.facebook.com/share/v/151TQGEkd2/

আসিফ

×