ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

জেনে নিন জাল নোট চেনার উপায়

প্রকাশিত: ২০:০৪, ৮ মার্চ ২০২৫; আপডেট: ২১:০২, ৮ মার্চ ২০২৫

জেনে নিন জাল নোট চেনার উপায়

ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক সময়ে ব্যাংক বুথ ও বিভিন্ন লেনদেন কেন্দ্রে ৫০০ ও ১০০০ টাকার জাল নোটের বিস্তার বাড়ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও এই প্রতারণার ফাঁদে পড়ছেন। অথচ একটু সতর্ক থাকলেই জাল নোট চেনা সম্ভব। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নোটের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য খেয়াল রাখলেই সহজেই আসল ও নকল নোটের পার্থক্য করা যায়। চলুন জেনে নিই কীভাবে চেনা যাবে জাল নোট এবং এ সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থা।

জাল নোট চেনার সহজ উপায়

১. জলছাপ পরীক্ষা করুন
আসল নোটের বাঁ পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতির জলছাপ থাকে, যা আলোতে ধরলে স্পষ্ট দেখা যায়। জাল নোটে এটি অস্পষ্ট বা অনুপস্থিত থাকতে পারে।

২. উন্নত নিরাপত্তা সুতা
৫০০ ও ১০০০ টাকার আসল নোটে উজ্জ্বল রঙের নিরাপত্তা সুতা থাকে, যা একপাশ থেকে অন্যপাশে লাইন আকারে দেখা যায়। জাল নোটে এই সুতা কালো দাগের মতো দেখায় এবং সহজেই উঠে যেতে পারে।

৩. ইন্টাগ্লিও প্রিন্টিং বা উঁচু লেখার অনুভূতি
আসল নোটের ওপরের অংশে ‘বাংলাদেশ ব্যাংক’ ও নোটের মূল্যসংক্রান্ত লেখাগুলো হাত বোলালে খানিকটা উঁচু অনুভূত হয়। নকল নোটে এটি সাধারণত সমতল হয়ে থাকে।

৪. সংখ্যা পরিবর্তনশীল কালি
১০০০ টাকার আসল নোটের ওপরের ডান পাশে থাকা সংখ্যাটি নোট কাত করলে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়। কিন্তু জাল নোটে এই রঙ পরিবর্তন হয় না।

৫. অতি ক্ষুদ্র অক্ষরে লেখা থাকে
নোটের নির্দিষ্ট অংশে ‘BANGLADESH BANK’ ও ‘৫০০’ বা ‘১০০০’ লেখা থাকে, যা খালি চোখে ঝাপসা হলেও লেন্স দিয়ে দেখলে স্পষ্ট বোঝা যায়। জাল নোটে সাধারণত এটি অস্পষ্ট থাকে।

কীভাবে সতর্ক থাকবেন?

  • ব্যাংক বুথ, এটিএম বা বড় অঙ্কের লেনদেনের সময় নোট যাচাই করুন।
  • সন্দেহ হলে আলোর নিচে ধরে জলছাপ ও নিরাপত্তা সুতা পরীক্ষা করুন।
  • ব্যবসায়ীরা বিশেষত বড় লেনদেনের ক্ষেত্রে ব্যাংক বা মানি ডিটেক্টর মেশিন ব্যবহার করতে পারেন।
  • সন্দেহজনক কোনো নোট পেলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত।

জাল নোট চক্র সাধারণ মানুষের অসতর্কতার সুযোগ নেয়। তাই প্রত্যেকের উচিত নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে জানা ও প্রয়োগ করা। সতর্কতা বাড়লেই প্রতারণার হাত থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব।

নুসরাত

×