ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

জাতীয় নাগরিক পার্টি অনেক আবোল তাবোল কথা বলছে: ববি হাজ্জাজ 

প্রকাশিত: ১৪:১২, ৭ মার্চ ২০২৫

জাতীয় নাগরিক পার্টি অনেক আবোল তাবোল কথা বলছে: ববি হাজ্জাজ 

ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল হিসেবে ভাষাগত দিক থেকে তারা অনেক আবোল তাবোল কথা বলে এমন মন্তব্য করেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। 

এ প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ভাষাগত দিক থেকে, জাতীয় নাগরিক পার্টি আসলে নতুন একটা দল গঠন করেছে। তারা তরুণ, তারা অনেক আবল-তাবল কথা বলেন, বলে যাচ্ছেন, কারণ তারুণ্যের অভিজ্ঞতার স্বল্পতা। তার জন্য হয়তো আবল-তাবল কথা বলেছেন।

তিনি আরো বলেন, আমরা অন্তত আশাবাদী যে, অল্প সময়ের ভেতরে নির্বাচন আসতে পারে। সে ডিসেম্বরই হোক, অল্প সময়ের ভেতরে নির্বাচন আসতে পারে। তখন প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের প্রস্তুতি শুরু করবে এবং তারা রাজপথে থাকবে। 

এছাড়াও তিনি বলেন, নাহিদ বলেছেন এই মুহূর্তে দেশ যে অবস্থায় আছে, সে অবস্থায় হয়তো ডিসেম্বর মাসের ভেতর নির্বাচন দেয়া সম্ভব নাও হতে পারে। আমি একটু কষ্ট পেয়েছি তার কথাটা শুনে।

শিলা ইসলাম

×