ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

এতগুলো নেতাকর্মীকে অরক্ষিত রেখে যারা পালিয়েছে, তারা কিভাবে নেতা হবে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫১, ৭ মার্চ ২০২৫

এতগুলো নেতাকর্মীকে অরক্ষিত রেখে যারা পালিয়েছে, তারা কিভাবে নেতা হবে?

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে শেষ। এই দেশে তার রাজনীতি করার আর কোনো সুযোগ আমি নেই বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। 

আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা বাদে আর কাউকে নেতা হিসেবে অন্য কাউকে ভাবছে কিনা সে প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, ‘সেটা তাদের ব্যাপার। তাদের সমস্যা। আমি মনে করি আওয়ামী লীগ যদি প্রকৃতপক্ষেই আবার রাজনীতিতে ফিরে আসতে চায়, তাহলে তাদের এই দুর্নীতিগ্রস্ত কর্মীদের নিয়ে আগালে তাদের জন্য কষ্টকর হবে। 

তিনি বলেন, ‘শেখ হাসিনা যদি আসলেই আওয়ামী লীগকে ভালবাসতো তাহলে উনার উচিৎ ছিলো নিজে থেকে ঘোষণা দেওয়া। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা দল যখন হেরে যায়, দলের নেতৃত্ব কিন্তু দল ছেড়ে দেয়। নিজের ব্যর্থতা স্বীকার করে নতুন নেতৃত্বকে স্বাগতম জানায়৷ আমাদের দেশে এই চর্চা নাই। এটা শেখ হাসিনা তৈরি করতে পারতেন। তার হার অবধারিত। উনার বলা উচিৎ ছিলো যে সে পারেনি। সুতরাং নতুন নেতৃত্ব গড়ে তোলা উচিৎ। ওই আহ্বান দিয়ে যদি তিনি সভাপতি পদ ত্যাগ করতেন, তাহলে একটি নতুন নেতৃত্ব গড়ে উঠতো।’’

শেখ হাসিনার বিকল্প কারো কথা ভাবছেন কিনা মাসুদ কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘যাদের সাথে কথা বলে তারা সবাই দুর্নীতিগ্রস্ত। শেখ হাসিনা একা অপরাধী না। এদের সহ যাইতে হবে। দেশে আওয়ামী লীগ করে এক কোটি মানুষের উপরে। এতগুলো নেতাকর্মীকে অরক্ষিত রেখে যারা পালিয়েছে, তারা কিভাবে নেতা হবে? এই যারা পালিয়ে গেছে তাদের পেছনে কারা আছে কেউ দেখতেই পাবে না। কাজেই এই লোকগুলোকে সরিয়ে ভাবেন।’

মুমু

×