
রাজনীতিবিদ ও ব্যবসায়ী গোলাম সারোয়ার মিলন। ছবিঃ সংগৃহীত
গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনেক প্রত্যাশা থাকলেও প্রাপ্তির হিসাব করতে গেলে ভারসাম্যহীন। তারা একটা রুটিন ওয়ার্ক চালাচ্ছে। যেখানে ব্যার্থতা, সীমাবদ্ধতা, সমন্বয়হীনতা, সক্ষমতার অভাব পরিলক্ষিত হচ্ছে। বলেছেন রাজনীতিবিদ ও ব্যবসায়ী গোলাম সারোয়ার মিলন।
তিনি বলেন, ‘একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ প্রয়োজন। তারা যদি ক্যালকুলেশন করে বলে যে আমরা এই সময়ে নির্বাচন করবো, এই নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কারগুলি শেষ হবে, যদিও তারা বলতেছে মার্চের মধ্যে ঐক্যবদ্ধ কমিশন গঠন করবে। এই আত্মসুদ্ধির ও আত্মসংযমের রমজান মাসে কোনো অর্থনৈতিক বিনিয়োগ নাই, কিন্তু মব জাস্টিস আছে। আমরা কি একটা মগের মুল্লুকে বাস করতেছি?
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখছি রাত সাড়ে ৩টায় প্রেস কনফারেন্স করছেন, ভোর ৪টার সময় থানায় থানায় পরিদর্শন করছেন। এটা ভালো।’
‘'জমায়াতে ইসলামী এক রকম কথা বলছে, বিএনপি আরেক রকম কথা বলছে, প্রধান উপদেষ্টা যে সময়সূচি দিয়েছেন সেটা হয় কিনা ব্যক্তিগতভাবে আমি সন্দিহান।’’ জানান গোলাম সারোয়ার মিলন।
মুমু