ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

প্রবাসীদের জন্য নতুন নিয়ম চালু

প্রকাশিত: ১১:৫৬, ৭ মার্চ ২০২৫

প্রবাসীদের জন্য নতুন নিয়ম চালু

ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য পাসপোর্ট ইস্যু ও সংশোধনের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতেই প্রবাসীরা পাসপোর্ট ইস্যু, পুনরায় ইস্যু এবং তথ্য সংশোধন করতে পারবেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সংসদীয় নিয়ম অনুযায়ী জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধন করে বিদেশে পাসপোর্ট ইস্যু বা পুনরায় ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ আট বছরের বয়সের পার্থক্য পর্যন্ত গ্রহণযোগ্য হবে। তবে পরিপত্রের অন্যান্য নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আগের নিয়ম অনুযায়ী, ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম নিবন্ধন সনদের তথ্যের মধ্যে শতভাগ মিল থাকতে হতো। তথ্যে সামান্যতম অসঙ্গতি থাকলে আবেদন গ্রহণ করা হতো না।

তবে নতুন নিয়মে শুধু জন্ম নিবন্ধন সনদই যথেষ্ট হবে। নতুন এই নিয়মের ফলে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে। 
 

শিলা ইসলাম

×