ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

গরু বিতরণে দাওয়াত না পেয়ে বিএনপি নেতার কাণ্ড!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ৭ মার্চ ২০২৫

গরু বিতরণে দাওয়াত না পেয়ে বিএনপি নেতার কাণ্ড!

বরিশালে জেলেদের জন্য বিতরণ করা ৮টি গরু ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। 
স্থানীয়রা জানান, গত ৪ মার্চ দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে গরুগুলো ছিনিয়ে নিয়ে যান তারা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তাকে লাঞ্চিত করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ফারুক। উপজেলা কমিটির সদস্য খোকন, চাঁদ পাশা ইউনিয়নের রুবেল সরকার, রাজ গুরু এলাকার নান্টু জমাদ্দার সহ দলটির আরও বেশ কয়েকজন। যার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এক জেলের সঙ্গে কথা বললে তিনি জানান, জেলেদের সাহায্যার্থে বাবুগঞ্জে ৮০ জন জেলের মধ্যে ৮০ টি গরু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অর্ধেক গরু বিতরণ শেষে তিনি চলে গেলে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে এক ব্যক্তি এসে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সাকিবের সঙ্গে অসদাচরণ শুরু করেন। এক পর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে জেলেদের বিতরণের জন্য আনা ৮টি গরু ছিনিয়ে নিয়ে যান। 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সাকিবের সঙ্গে কথা বললে তিনি জানান, বিএনপির নেতাকর্মীতা এসে তাদের অবগত না করে কেন গরু বিতরণ করা হচ্ছে এমন অভিযোগ তুলে তার সঙ্গে অসদাচরণ শুরু করেন। পরে বিষয়টি নিয়ে মীমাংসা করতে তাদের নিয়ে নিজ কক্ষে সভা বসলে বিএনপি নেতাদের দেয়া তালিকা অনুযায়ী যাচাই বাছাই শেষে ৮টি গরু উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়। 
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ফারুকের সাথে কথা বললে তিনি উপজেলা মৎস্য কর্মকর্তাকে লাঞ্চিত করার বিষয়টি অস্বীকার করেন। দাওয়াত না দেওয়ার কারণে কিছুটা উচ্চবাচ্চ হয়েছে বলে দাবি করেন তিনি। আর গরু ছিনিয়ে নেয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকার এই কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ করলে আইনগত পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে। 

মুমু

×