
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবিঃ সংগৃহীত
জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বৃহস্পতিবার (০৬ মার্চ) সাংবাদিকদের সম্মানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ইফতারে এ কথা জানান তিনি।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘অসৎ নেতৃত্বের কারণে অনেক পিছিয়ে গেছে দেশ। ক্ষমতায় গেলে এবার সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে জামায়াত।’ এ সময় তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে ২৪ এর অভ্যুত্থান গেলো ৫-৬ মাসে নানা অনৈক্যের মাঝে ফিঁকে হয়ে গেছে।
‘আমরা বারবার রক্ত, জীবন দিয়ে ব্যর্থ হই কেন? কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্ব দ্বারা বারবার প্রতাড়িত হয়েছি এবং পরিচালিত হয়েছি। জাতি যদি আমাদেরকে সেই সুযোগ দেয় তাহলে আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবো ইনশাআল্লাহ।’
মুমু