
ছবি:সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্তার ঘটনায় তা ইভটিজিং হিসেবে চিহ্নিত করে এটি চরম আপত্তিকর ও আগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপদেষ্টা রেজওয়ানা হাসান। তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বাইরে চিন্তা করা যাবে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপিবাগে রামকৃষ্ণ মিশনে শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্মতিথি এবং স্বামী বিবেকানন্দের বাংলাদেশে আগমনের ১২৫তম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজওয়ানা হাসান আরও বলেন, "যে কোনো মব জাস্টিস বা মব পুলিশিং-এর বিরুদ্ধে সরকার সচেতন রয়েছে।"
তিনি অভিযুক্ত ব্যক্তির দ্রুত জামিনের প্রসঙ্গেও কথা বলেন এবং নিশ্চিত করেন যে, একজন নারী ও সরকারের প্রতিনিধি হিসেবে তিনি চান যে, এই ধরনের ঘটনা গুলোর সঠিক তদন্ত ও বিচার হোক।
আঁখি