ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

শেখ মুজিবের বাড়ি ভাঙচুরে সরকারের অবস্থান সঠিক: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ০৫:৩৪, ৭ মার্চ ২০২৫

শেখ মুজিবের বাড়ি ভাঙচুরে সরকারের অবস্থান সঠিক: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

প্রত্যাশা অনুযায়ী সংস্কার না হলে জাতীয় নির্বাচন ডিসেম্বরের নাও হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটি দলটির নিজস্ব বিষয়। শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের ঘটনায় সরকারের অবস্থান সঠিক বলে জানান ডক্টর ইউনূস।

গেল তিন মার্চ বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকার প্রকাশের পর এবার বিবিসির দক্ষিণ এশিয়ার প্রতিনিধি সামিরা হোসেনের মুখোমুখি হন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান অধ্যাপক ইউনূস।

তবে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য আগে সংস্কার প্রয়োজন বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপরই নির্বাচনের সময়সীমা নির্ভর করছে বলে জানান প্রধান উপদেষ্টা।

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে

সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা, শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর এবং আগুন দেয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে প্রধান উপদেষ্টা তার সরকারের অবস্থানকেই সমর্থন করেন। জানান, দেশে আদালত আইন ও থানা আছে। কারো কোন অসুবিধা হলে সেখানে গিয়ে অভিযোগ করতে পারে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, গত বছরের সাথে তুলনা করলে আইন-শৃঙ্খলা ঠিক আছে। দেশের বর্তমান দুর্দশার জন্য আগের সরকারকে দায়ী করেন তিনি।

মো. মহিউদ্দিন

×