ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

নারীবাদীরা সরাসরি আওয়ামী ফ্যাসিবাদের সাথে যুক্ত

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৩:৫১, ৭ মার্চ ২০২৫

নারীবাদীরা সরাসরি আওয়ামী ফ্যাসিবাদের সাথে যুক্ত

রেজাউল করিম রনি

জবান সম্পাদক রেজাউল করিম রনি বলেন, যে কোন একটা সোসাইটিতে সমাজের সভ্যতার অনেকগুলো ইন্ডিকেটর দিয়ে দেয়। যা ধরেই সেই সমাজের মানদন্ড মাপা যায়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সমাজ নারী  এবং শিশুদের প্রতি কোন ধরণের দৃষ্টিভঙ্গি লালন করে। সেটা দিয়ে তার অবস্থান। কে কতখানি আসলে সিভিলাইজড হয়েছে। কতখানি সভ্য ও  বর্বর তার একটি মাত্রা দেখা যায়।

সম্প্রতি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে অভ্যুত্থান হলো, এখানে আমরা আমাদের অনেক বাচ্চা ছেলেদের আমরা হারাইলাম। যা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা। আমাদের সমাজটা কোন ভাবেই নারী ও শিশুবান্ধব নয়। শিশুদের বিকাশের জন্য যতরকম সমস্যা তা আমরা নিজেরাই তৈরি করে রেখেছি।


তিনি বলেন, আমরা নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে গত ৫৪ বছরে যা দেখলাম তা হলো শুধু গায়ে গতরে নারীবাদী। কিন্তু তাদেরতো হওয়ার কথা ছিল বাংলাদেশের নারীবাদী। কিন্তু তারা কি তা হয়েছে? কিন্তু তাদের বিশেষ ঘটনা হলে তাদের খুঁজে পাওয়া যায়। কিন্তু বিশেষ  করে তাদের নারীবাদীটা আওয়ামী ফ্যাসিস্টকে যুক্ত করেছে।


তিনি আরও বলেন,  একটা গণঅভ্যুত্থান সকল মানুষের অংশগ্রহণে হয়। এখানে আস্তিক ছিল, নাস্তিক ছিল, টি-শার্ট ছিল, বোরকাও ছিল। কিন্তু অভ্যুত্থানের পরে দেখা যাচ্ছে। যে যার প্যাভিলিয়নে ফিরে গেছে। যে যার স্ট্যান্ট নিয়ে দাঁড়াচ্ছে।


জবান সম্পাদক বলেন, সেখানে শাপলা-শাহবাগ একসাথে মিলে মিশে একাকার হয়েছে। নারীবাদী আর কনজারভেটিভ এক সাথে ছিল। কিন্তু তার মানে এই না যে তাদের মতাদর্শীর যে তফাৎ, তা চিরতরে মুছে গেছে। সেটা আছে এবং থাকবে।


তিনি বলেন, নারীবাদের একটা লম্বা ঐতিহাসিক অধ্যায় রয়েছে। যা প্রায় বা আড়াইশ বা তিনশত বছরের ইতিহাস। যেখানে বেগম রোকেয়ার কথা বলা যেতে পারে। যাকে বাদ দিয়ে নারীবাদের কথা চিন্তুা করা যায় না। কিন্তু আমরা এটা চিন্তা না করে বিষয়টা অন্যদিকে নিয়ে গেছি। বেগম রোকেয়া পর্দা নিয়ে কথা বলেছেন। ইসলাম দৃষ্টিভঙ্গির সাথে নারীদের অবস্থানের কথা বলেছেন। আওয়ামী লীগ ফ্যাসিবাদরা তাদের সিলেক্টটিভ নারীবাদীতা করেছে।
 

শহীদ

×