ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১

জুলাইয়ে আহত দুর্জয়ের মামলার আসামী বিদ্যুৎ ঘোষ গ্রেফতার

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০২:৪০, ৭ মার্চ ২০২৫; আপডেট: ০২:৪৩, ৭ মার্চ ২০২৫

জুলাইয়ে আহত দুর্জয়ের মামলার আসামী বিদ্যুৎ ঘোষ গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল থেকে গ্রেফতার করা হয়েছে আলোচিত জুলাই আন্দোলনে গুরুতর আহত দুর্জয় আহমেদের মামলার আসামী বিদ্যুৎ ঘোষকে।

বৃহস্পতিবার যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বিদ্যুৎ ঘোষকে ডিবি অফিসে নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার এসআই অনিন্দ্য। তিনি জানান, ‘আসামি বিদ্যুৎ ঘোষ বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। আগামীকাল তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।’

জানা যায়, গত বছরের ২০ জুলাই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন ভুক্তভোগী দুর্জয় আহমেদ। পরে তিনি বাড্ডা থানায় স্বৈরাচার শেখ হাসিনা,  বিদ্যুৎ ঘোষ ও কবীর আহমেদসহ ৫০-৬০ জনকে আসামি করে এ সংক্রান্ত একটি মামলা করেন (মামলা নং ২৬, তারিখ ২০/১১/২০২৪, ধারা ১৪৩/৩২৬/৩২৪/৩০০/১১৪ পেনাল কোড)।

কিন্তু মামলার পরও আসামিদের আইনের আওতায় না আনা এবং আসামিদের থেকে প্রাণনাশের হুমকির অভিযোগ করেন দুর্জয়। এতে শঙ্কিত হয়ে আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টাসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভিডিও বার্তা দেন দুর্জয় আহমেদ।

 গ্রেফতারের পর মামলার বাদি দুর্জয় আহমেদ গণমাধ্যমকে জানান, ‘আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করায় আমি প্রশাসনের কাছে কৃতজ্ঞ। আমি কোর্টের নিকট আইনজীবীর মাধ্যমে আর্জি জানাব- যেন বিচার নিশ্চিত করার আগে এ ধরনের সন্ত্রাসীদের জামিন না দেয়া হয়।’

শহীদ

×