ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

স্বচ্ছ নির্বাচন হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০২:২৯, ৭ মার্চ ২০২৫; আপডেট: ০২:৩১, ৭ মার্চ ২০২৫

স্বচ্ছ নির্বাচন হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে

ডা. জাহেদ উর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন তখন তারা খুব শক্তিশালী থাকে। আসলে আমাদের সংস্কারের উদ্দেশ্য কি? আমরা চাই আসলে একটা রাজনৈতিক দল বা একজন ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গিয়ে অনেক বেশি পাওয়ার ফুল হবেন না।

সম্প্রতি বিটিভি আয়োজিত ‘আগামীর বাংলাদেশ’ টকশোতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংস্কারের মুল বিষয় হচ্ছে, যত বেশি ইনষ্টিটিউশনাইজ করা  যায়। একটা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে পাওয়ারকে যত ভাগ করে দেওয়া যায়। যাকে আমরা সেপারেশন অব পাউয়ার বলি। যেন কেউ চাইলেও সেই সকল ইনস্টিটিউটকে ভাঙ্গতে না পারে।

তিনি আরও বলেন,  আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। কিন্তু এরই মধ্যে আদালতে অনেকগুলো রায় রয়ে গেছে। যার জন্য তিনি পারেন নাই। এই সংস্কার যখন হবে। তখন রাজনৈতিক দলগুলোর ভেতরে ভয় কাজ করবে। জনগণ যদি সর্বোচ্চ শক্ত থাকে। তাহলে কোন দলই ফ্যাসিস্ট হতে পারবে না। কিন্তু তাদেরও ভোটাধিকারের ক্ষমতা থাকতে হবে।

ডা. জাহেদুর রহমান বলেন, এর মধ্যে অভিযোগ আসছে যে, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন লোক যখন পালিয়ে গেছে। তখন অন্যান্য দলের অনেক লোক অর্থনৈতিক সুবিধা নিয়ে তাদের পালিয়ে যেতে সাহায্য করেছে। আওয়ামী লীগের বিচারের সাথে কোন ছাড় নাই। 

এই মেসেজ যদি জনগণ দিতে পারে। তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যের মধ্যে একটা শঙ্কা কাজ করবে। কারণ দিনের শেষে লাভবান হবে তারা আর ভোগান্তি হবে জনগণের।

শহীদ

×