ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

হেনস্থাকারী ঢাবি কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে ঢাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলো আইন বিভাগের শিক্ষার্থীরা

প্রকাশিত: ০১:১৮, ৭ মার্চ ২০২৫; আপডেট: ০১:২০, ৭ মার্চ ২০২৫

হেনস্থাকারী ঢাবি কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে ঢাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলো আইন বিভাগের শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে পোশাক নিয়ে নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইন বিভাগের সাধারণ শিক্ষার্থী।

বিবৃতিতে বলা হয়, গত বুধবার (৫ মার্চ) ঢাবির এক নারী শিক্ষার্থী শাহবাগ জাতীয় জাদুঘর হতে ক্যাম্পাসে পৌছানোর পথিমধ্যে রাজু ভাস্কর্যের সামনে মোস্তফা আসিফ অর্ণব তার গতিরোধ করে। উক্ত ব্যক্তি, ‘পর্দা কেনো করেনি’, ‘ওড়না কেনো ঠিক নেই’ সহ আরও কুরুচিপূর্ণ মন্তব্য করে ওই নারী শিক্ষার্থী উত্ত্যক্ত করে তোলে।

এমন বিব্রতকর পরিস্থিতিতে ভুক্তভোগী তার পরিচয় জানতে চেয়ে প্রক্টরকে ফোন করতে উদ্যত হলে সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় তাকে শনাক্ত করে প্রক্টর অফিসে নিয়ে এলে সেখানে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

জানা যায়, মোস্তফা আসিফ অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে সহকারী বাইন্ডার হিসেবে কর্মরত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ভুক্তভোগী মামলা দায়ের করে অভিযুক্তকে শাহবাগ থানায় সোপর্দ করে।

একইদিন রাত ১টার দিকে ‘বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন’ নামের সংগঠন ফেসবুকে ঘোষণা দিয়ে ঢাকা ও তার আশেপাশের এলাকা হতে লোক জড়ো করে শাহবাগ থানায় মব সৃষ্টি করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পায়তারা করে।

ইতোমধ্যে, আইন বিভাগের শিক্ষার্থীদের নজরে এসেছে যে মামলা তুলে নিতে পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুক্তভোগীকে প্ররোচিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমত, তার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। দ্বিতীয়ত, ভুক্তভোগীর ন্যায়বিচার পাওয়ার অন্তরায়। তৃতীয়ত, অভিযুক্তের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও আনুষঙ্গিক অন্যান্য প্রমাণাদি থাকা সত্ত্বেও তাকে চাকরিতে বহাল রাখার পায়তারা করছে। এমন প্রচেষ্টার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও তদন্ত শেষে দোষী সাপেক্ষে স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হচ্ছে।

বিবৃতিতে ঢাবির আইন বিভাগের শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে জানায়, যদি মোস্তফা আসিফ অর্ণবকে অন্যায়ভাবে চাকরিতে বহাল রাখার চেষ্টা করা হয়, তাহলে ঢাবির আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে সকল ক্লাস পরীক্ষা বর্জন করবে।

সেই সাথে, বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে মোস্তফা আসিফ অর্ণবকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এছাড়াও বিভাগে চলমান সকল নিপীড়নবিষয়ক তদন্ত প্রতিবেদন অতিসত্বর দাখিল করতে হবে অথবা প্রতিবেদন কোন পর্যায়ে আছে তা অভিযোগকারীকে অবহিত করতে হবে বলে বিবৃতিতে জানানো হয়।

রাকিবুল

×