ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

নতুন দলটি রাজার দল, বললেন রুমিন ফারহানা

প্রকাশিত: ০০:৩৮, ৭ মার্চ ২০২৫

নতুন দলটি রাজার দল, বললেন রুমিন ফারহানা

ছবিঃ সংগৃহীত

নতুন গঠিত রাজনৈতিক দল নিয়ে মন্তব্য করতে গিয়ে রুমিন ফারহানা বলেছেন,  "আমার ভাই একটু আগে বলেছিলেন ‘রাজার দল’, কথাটা আমার ভালো লেগেছে। সত্যিই এটি রাজার দল। এ দলের প্রধান, যিনি নাম্বার ১, তিনি গতকাল-পরশু পর্যন্ত এই সরকারেরই অংশ ছিলেন। এখনো এ দলে যারা কাজ করছেন, তাদের মধ্যে দুজন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।"

তিনি আরও দাবি করেন, সরকার এ দলকে সরাসরি আশীর্বাদ দিয়েছে। প্রধান উপদেষ্টা পর্যন্ত প্রকাশ্যে একে সমর্থন করেছেন। এ বিষয়ে তিনি উল্লেখ করেন, "প্রধান উপদেষ্টা পর্যন্ত বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, ‘আমি ওদের বলেছি দল করতে। না করলে গণ-অভ্যুত্থানের সুফল অন্যরা খেয়ে ফেলবে। মানুষের যে প্রত্যাশা, তার কোনোটাই পূরণ হবে না, অন্যরা খেয়ে ফেলবে।’"

রুমিন ফারহানা বলেন, এই বক্তব্য থেকে পরিষ্কার যে সরকারই নতুন দল গঠনের পেছনে রয়েছেন। তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, তাকে বসিয়েছেন ছাত্ররা। এটি মেটিকুলাসলি প্ল্যান করা একটি মুভমেন্ট, যেখানে মাস্টারমাইন্ডরা সক্রিয়ভাবে কাজ করছেন।"

তথ্যসূত্রঃ https://youtu.be/Qp-WjN-ziEk?si=pGIZNFb9mP1IPbbK

মারিয়া

×