
ছবিঃ সংগৃহীত
বাউফল পৌর শহরের বাজার রোডের মেসার্স মা কালি ভান্ডারের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবি পণ্য সামগ্রি জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু অভিযান চালিয়ে টিসিবির এ পণ্যসামগ্রী জব্দ করেন।
এসময় প্রতিষ্ঠানের মালিক বাসুদেব সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চালিয়ে মেসার্স মা কালি ভান্ডারের গোডাউন থেকে মোট ১৩০ লিটার সয়াবিন তেল, ১০০ কেজি ছোলা (বুট), ৫০ কেজি চিনি ও ১২৮ কেজি মুসরির ডাল জব্দ করা হয়।
ব্যবসায়ী বাসুদেব সাহা বলেন, এই মালামাল বিক্রি করা অপরাধ তা তিনি জানতেন না। একজন ডিলার তার কাছে এগুলা বিক্রি করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, ব্যবসায়ী বাসুদেব সাহা অপরাধ স্বীকার করেছেন। একজন টিসিবি বিতরণকারী ডিলারের থেকে তিনি ওই পণ্য কিনেছেন। ওই ডিলারের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে তিনি জানান।
মারিয়া