ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

নিজেরাই সরকারের পার্ট হব এই পরিকল্পনা ছিল না: নাহিদ 

প্রকাশিত: ২৩:৪৮, ৬ মার্চ ২০২৫

নিজেরাই সরকারের পার্ট হব এই পরিকল্পনা ছিল না: নাহিদ 

ছবি: সংগৃহীত

আমাদের পরিকল্পনা ছিল না আমরা নিজেরাই সরকারের পার্ট হব এমন মন্তব্য করেন সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য নাহিদ ইসলাম। 

তিনি বলেন, আমাদের তো গণঅভ্যুত্থানের শুরুতে বা পরেও খুব পরিকল্পনা ছিল না যে আমরা সরকার গঠন করব, আমরা নিজেরাই সরকারের পার্ট হব। এই প্রেক্ষাপটে আমাদের উপর এই দায়িত্বটা এসেছে নেতৃত্বের কারণে। 

তিনি আরও বলেন, ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল গড়ে তুললে এটা এই প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলছি, সেই ক্ষেত্রে সহায়ক হবে।

জননিরাপত্তার কথা তুলে তিনি বলেন, আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে।

শিলা ইসলাম

×