ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

কাউকেই ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়নি

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২৩:২০, ৬ মার্চ ২০২৫; আপডেট: ২৩:২৭, ৬ মার্চ ২০২৫

কাউকেই ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়নি

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেছেন, কোন দুর্নীতিবাজকে বা অভিযোগ থেকে দায় মুক্তি বা  কাউকেই ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়নি। মোছা: মাহমুদা বেগম, স্বামী লাট মিয়া, চেয়ারম্যান ব্রাহ্মনদী ইউনিয়ন পরিষদ, একে অপরের সহায়তায় জ্ঞাত আয়ের  উৎসের সাথে অসঙ্গতি পূর্ণ ১৪ কোটি ৫০ লক্ষ টাকারও বেশি মূ্ল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অজনপূর্বক দখলে রেখে এবং ১৪টি ব্যাংক হিসেবে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতি পূর্ণ  ৪৬১ কোটি ১৬ লক্ষ টাকারও বেশি মূ্ল্যেরও বেশি অর্থের লেনদেনের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ মানি লন্ডারিং আইন ২০১২ এবং দন্ড বিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রঞ্জু হয়েছে।

তিনি বলেন, বর্তমান কমিশনের সময় কোন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে বা কোন দুর্নীতিবাজকে কো অভিযোগ থেকে দায় মুক্তি বা ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়নি। যদি কোন অভিযোগ একবার পরিসমাপ্ত হয়েও থাকে পরবর্তী সময়ে যদি ঐ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আরও তথ্য প্রমানাদি পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে পুণরায় অনুসন্ধানের কোন বাধা নেই।

তিনি আরও বলেন, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনসি মন্ত্রীকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতি রেখে ৫ কোটি ৯০ লক্ষ টাকারও বেশি সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং ১১টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৮ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং অসৎ উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে হস্তান্তর এবং স্থানান্তর রুপান্তর অনুসন্ধান কালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০২৪ ও ১৯৪৭ এবং মানিলন্ডারিং আইনে মামলা হয়েছে।

তিনি বলেন, অভিযোগ সংশ্লিষ্ট টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনসির নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে সংগতিবিহীন ৪ কোটি ১৮ লক্ষ টাকার বেশি সম্পদ ও মালিকানা দখলের অপরাধ প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন  আইন ২০০৪ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রঞ্জু করা হয়েছে।
 

শহীদ

×