
ছবি: সংগৃহীত
ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী গ্রিনলাইন পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে মহাসড়কের দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।
আগুন লাগার সময় যাত্রীবাহী বাসটিতে ২০ জন যাত্রী থাকলেও এ ঘটনায় কেউ হতাহত হননি বলে খবর পাওয়া গেছে। বাস থেকে নিরাপদে বের হওয়া এক যাত্রী বলেন, "আগুন লাগার পর স্প্রে মারা হয়েছে। তখন ভিতরে অনেক দেখা ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। তারপরে ড্রাইভার বলল, যেহেতু ধোঁয়া ছড়ায় যাচ্ছে, তাহলে সাইড করি।"
অনেকের ধারণা, ব্যাটারি বক্স থেকে সূত্রপাত হওয়া আগুন নেভানোর জন্য গাড়িতে জরুরি অগ্নিনির্বাপক না থাকায় দ্রুত পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।
অন্য এক যাত্রী জানান, গাড়িতে যখন পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে তখন ড্রাইভার গাড়ি থামায় এবং যাত্রীরা সবাই নেমে যায়। পরে ইঞ্জিনে আগুন লেগে পুরো বাসটিতে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
গৌরনদীর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান জানান, "সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল এলাকায় আসলে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিনলাইন পরিবহনের এই বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় বাসে চালক সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন।"
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু বাসটির ইঞ্জিন এবং সবগুলো সিট পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: https://tinyurl.com/bdewt4a
রাকিব