ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

এখন থেকে প্রত্যেককে ভ্যাট দিতে হবে: এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ২১:৫২, ৬ মার্চ ২০২৫

এখন থেকে প্রত্যেককে ভ্যাট দিতে হবে: এনবিআর চেয়ারম্যান

ছ‌বি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, "বাংলাদেশে ট্যাক্স আদায়ের পরিমাণ অনেক কম। ভ্যাটের যে বিভিন্ন স্তর সেই জায়গা থেকে আমরা সরে এসেছি।"

তিনি আরো বলেন, "ক্রয়-বিক্রয়ের প্রত্যেকটি পর্যায়েই ভ্যাট দিতে হবে। ভ্যাট হবে শুধুমাত্র ভ্যালু এডিশনের ক্ষেত্রে। এটি একটি অ্যাকাউন্টিং পে সিস্টেম হবে। পরবর্তীতে আগে যে ভ্যাট দিয়েছেন সেটার ক্রেডিট পাবেন। এটাকে বলা হয় ইনপুট ভ্যাট ক্রেডিট।"

"কেউ যদি ভুল রেটে ভ্যাট দেয়, ১৫% রেটে, তার আগেরটা যদি ক্রেডিট নেয়, অনেক ক্ষেত্রে দেখা যাবে ইফেক্টিভ ভ্যাট রেট হয়ে যাবে ১% বা এরও কম। কিন্তু আমরা এখান থেকে সরে এসেছি। এখন থেকে প্রত্যেককে ভ্যাট দিতে হবে, যার যতটুকু দিতে হবে।"

×