ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

বিগত ২২ মাসে সর্বনিম্ন মূল্যস্ফীতির দেখা মিললো এই ফেব্রুয়ারিতে

প্রকাশিত: ২১:৪১, ৬ মার্চ ২০২৫; আপডেট: ২১:৪৬, ৬ মার্চ ২০২৫

বিগত ২২ মাসে সর্বনিম্ন মূল্যস্ফীতির দেখা মিললো এই ফেব্রুয়ারিতে

ছবি: সংগৃহীত

গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতির দেখা মিলেছে এই ফেব্রুয়ারীতে। ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৩২ শতাংশে দাঁড়িয়েছে। সবশেষ ২০২৩ সালের এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেয়া ফেব্রুয়ারি মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এ বিষয়ে জানানো হয়।

বিবিএস জানায়, খাদ্য খাতে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। তাতে ১০ মাস পর খাদ্যের মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে নামল। গত জানুয়ারি মাসেও খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭২ শতাংশ।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, জানুয়ারি মাসে খাদ্যপণ্যের দাম কমেছে। শীত মৌসুমের পণ্যের সরবরাহ বাড়ায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে বলে জানায় বিবিএস।

এছাড়া, খাদ্য বহির্ভূত খাতে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। যা জানুয়ারি মাসে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।

 

রাকিবুল

×